Site icon Jamuna Television

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আজ সোমবার (১৭ মে) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশন আয়োজিত প্রার্থনা ও আলোচনা সভায় একথা বলেন তিনি।

বিপ্লব বড়ুয়া আরও বলেন, পঁচাত্তরের আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের নির্মম হত্যাকাণ্ডের পর দলের ভয়াবহ দুঃসময়ে শেখ হাসিনা দলের হাল ধরায় উজ্জীবিত হন নেতাকর্মীরা।

দলের এমন দুঃসময়ে শেখ হাসিনার দলের ভার নেয়াই ছিল দলের টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেন বিপ্লব বড়ুয়া।

Exit mobile version