Site icon Jamuna Television

হত্যা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গৃহকর্তীকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে সিআইডি।

আজ সোমবার (১৭ মে) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল।

সিআইডি কর্মকর্তারা জানান, গত ৮ মে রাতে সোনারগাঁওয়ের ঝাউচর এলাকার আজিম উদ্দিনের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা গৃহকর্তা আজিমকে অজ্ঞান করে ও গৃহকর্তী হোসনেয়ারাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুট করে।

এ ঘটনায় আজিম উদ্দিনের ছেলে ভাড়াটিয়া দম্পতি হারুনুর রশিদ ও সুলতানা খাতুনকে আসামি করে সোনারগাঁও থানায় হত্যা মামলা করেন। সপ্তাহখানেক আগে ওই আসামি দম্পতি গ্রেফতার করে সিআইডি। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আজ সোমবার (১৭ মে) ভোরে অপর দুই আসামি সুমন ও শিপন মিয়াকে গ্রেফতার করা হয়।

Exit mobile version