Site icon Jamuna Television

আমি তিন ম্যাচেই পয়েন্ট চাই: জেমি ডে

অধিনায়ক জামাল ভুইয়ার সুরেই কথা বললেন প্রধান কোচ জেমি ডে। নির্ভার ফুটবলে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ তিন ম্যাচে পয়েন্ট চান এই ইংলিশ কোচ।

ঈদ বিরতির পর প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানান তিনি।

জেমি ডে বলেন, আমি তিন ম্যাচেই পয়েন্ট চাই। সে লক্ষ্যে ফুটবলাররা কঠোর পরিশ্রম করছে। বিশ্বকাপ বাছাইপর্বে আমাদের হারানোর কিছু নেই। তাই ইতিবাচক ও নির্ভার ফুটবল খেলবে আমার দল।

এদিকে, করোনা টেস্টের রেজাল্ট না নিয়েই অনুশীলনে নেমেছে দল। প্রথম দিনে হয়েছে ফুটবলারদের ফিটনেস টেস্ট। ঢাকায় আরও তিন দিনের ক্যাম্প শেষে কাতারের উদ্দেশে রওনা হবে দল। আগামী ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জামাল বাহিনীর।

ইউএইচ/

Exit mobile version