Site icon Jamuna Television

উদ্ধার হলো টেক্সাসে আতঙ্ক ছড়ানো বাঘটি

উদ্ধার হলো টেক্সাসে আতঙ্ক ছড়ানো বাঘটি

অবশেষে যুক্তরাষ্ট্রের টেক্সাসে আতঙ্ক ছড়ানো বাঘটি উদ্ধার হলো। গেল সপ্তাহে হিউস্টনের লোকালয়ে বাঘটি দেখার পর আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তখন থেকেই পুলিশ বাঘটিকে খুঁজছিলো।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হিউস্টনের এক পরিবার বেআইনিভাবে বাঘটি পুষছিলেন। গত সপ্তাহে প্রাণিটি হঠাৎ বাড়ির বাইরে হাঁটাচলা করলে টনক নড়ে এলাকাবাসীর। টানা কয়েকদিন খোঁজাখুজির পর রোববার বাঘটিকে উদ্ধারের কথা জানায় পুলিশ। ‘ইন্ডিয়া’ নামের বাঘটি পুরো সুস্থ আছে। অবৈধভাবে ভয়ংকর বণ্যপ্রাণী পালায়, আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।

মাত্র নয় মাস বয়সের বেঙ্গল টাইগারটির ওজন ৮০ কেজি। তবে পুলিশ বলছে, পূর্ণ বয়স্ক বাঘের মতোই মানুষকে আক্রমণ করার ক্ষমতা আছে এর। বাঘটিকে একটি অভয়ারণ্যে পাঠানো হয়েছে।

Exit mobile version