Site icon Jamuna Television

কোয়ারেন্টাইনে থাকা তরুণীকে ধর্ষণ: এএসআই গ্রেফতার

কোয়ারেন্টাইনে থাকা তরুণীকে ধর্ষণ: এএসআই গ্রেফতার

খুলনার পিটিআই ইনস্টিটিউটে কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক এএসআইকে গ্রেফতার করা হয়েছে।

ভারত থেকে আসা ভুক্তভোগী ২২ বছরের এই তরুণীকে ৪ মে থেকে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো খুলনা নগরীর এই পিটিআই ইনস্টিটিউটে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নিরাপত্তার জন্য সেখানে দায়িত্বরত ছিলেন কেএমপির কোর্ট শাখার এএসআই মোখলেছুর রহমান।

জানা যায়, তরুণী কোয়ারেন্টাইনে অবস্থানের পর থেকেই তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন এএসআই। তরুণী সাড়া না দেয়ায় গত ১৪ মে রাতে তরুণীকে ধর্ষণ করে এএসআই মোখলেছ।

সোমবার (১৭ মে) সকালে ওই তরুণী সদর থানায় মোখলেছকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

কেএমপির ডেপুটি কমিশনার অনোয়ার হোসেন জানান, নির্যাতিত তরুণীর ডাক্তারি পরীক্ষা আগামীকাল শেষ করা হবে। ইতোমধ্যে অভিযুক্ত মোখলেছকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version