Site icon Jamuna Television

শেখ হাসিনা এসেছিলেন বলেই আলোর পথে বাংলাদেশ: নিখিল

শেখ হাসিনা এসেছিলেন বলেই আলোর পথে বাংলাদেশ: নিখিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘটনাকে স্মরণ করিয়ে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, তিনি এসেছিলেন বলেই অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হয়েছিল বাংলাদেশ; তিনি এসেছিলেন বলেই বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে।

১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের চার দশক উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল জামাত-বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যারা দেশকে ধ্বংসের পায়তারা করবে, শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে কাফনের কাপড় মাথায় বেঁধে তাদের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ।

শেখ হাসিনাকে সফল রাষ্ট্রনায়ক ঘোষণা করে নিখিল আরও বলেন, যে কোনো সংকট, দুর্বিপাকে শেখ হাসিনার পাশে থাকবে যুবলীগ। আলোচনায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। এসময় যুবলীগের কেন্দ্রীয় এবং বিভিন্ন শাখা কমিটির আরও অনেকেই বক্তব্য রাখেন।

Exit mobile version