Site icon Jamuna Television

দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরলো ১১ জন

দর্শনা চেকপোস্ট।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া ১১ বাংলাদেশি। সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা-জয়নগর সীমান্ত পথ দিয়ে তারা দেশে প্রবেশ করেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, দেশে প্রবেশের পর তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করে বিশেষ পরিবহন ব্যবস্থায় কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবনে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে বলেও জানান তিনি।

দর্শনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, ভারতে আটকে পড়াদের মধ্যে সোমবার প্রথমবারের মতো ১১ জন দেশে প্রবেশ করেছে। তারা ভারতীয় উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র গ্রহণ করে ভারতের গেদে চেকপোস্টে কাস্টমস ইমিগ্রেশন শেষে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করে তারা। দর্শনা চেকপোস্টে সকল আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ব্যবস্থায় তাদেরকে কোয়ারেন্টিনে নেয়া হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই আব্দুল আলীম জানান, সোমবার ফেরত আসা সবাই চিকিৎসা নিতে ভারতে গিয়েছিল। এরপর করোনার লকডাউনের কারণে দেশের সীমান্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা ভারতে আটকা পড়ে।

উল্লেখ্য, এর আগে রবিবার তাদের দেশে ফেরার কথা থাকলেও এনওসি জটিলতায় তারা সেদিন দেশে ফিরতে পারেননি।

Exit mobile version