Site icon Jamuna Television

গুগল ম্যাপে ফিলিস্তিনের ছবি ঝাপসা!

গাজার ধ্বংসচিত্র তুলে ধরার জন্য যারা গবেষণা করেন, তারা বলছেন, বিশ্বের অন্যান্য অনেক শহরের তুলনায় গুগল আর্থের মতো প্ল্যাটফর্মে গাজার স্যাটেলাইট ছবি বেশ ঝাপসা এবং নিম্নমানের দেখায়। বিবিসির একটি খবর থেকে এমনই তথ্য জানা যায়।

গুগল কর্তৃপক্ষ বলছে, তারা ঘনবসতিপূর্ণ এলাকার ছবি নিয়মিত আপেডেট করেন। ভালো ছবি পেলে গাজার ছবিও আপডেট করা হবে, যদিও আপাতত তাদের এ বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে তারা।

স্যাটেলাইটের ছবি যারা সরবরাহ করে, আমেরিকার এরকম প্রতিষ্ঠানগুলোর জন্য একটি মার্কিন বিধিনিষেধে ১৯৯৭ সালে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিন ও ইসরায়েলের ছবি বিক্রি করতে পারবে, তবে সেগুলো হতে হবে কম রেজলুশনের।

২০২০ সালে এই বিধিনিষেধ বাতিল হলে ইসরাইলের উচ্চমানের ছবি পাওয়া যায় গুগল আর্থ বা অ্যাপল ম্যাপে, তবে গাজার উচ্চমানের ছবি পাওয়া যায় না। যদিও অ্যাপল জানিয়েছে, তারা শীঘ্রই গাজার ভালোমানের ছবি দেখানোর জন্য কাজ শুরু করছে।

এর আগে মিয়ানমারের আরাকান অঞ্চলের ছবি দেখে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছেন গবেষক এবং প্রতিবেদকরা।

Exit mobile version