Site icon Jamuna Television

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রাখা হয় সচিবালয়ে; নেয়া হয়েছে শাহবাগ থানায়

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রাখা হয় সচিবালয়ে; নেয়া হয়েছে শাহবাগ থানায়

দুপুর থেকে আটকে রাখার পর সন্ধ্যায় মামলা দিয়ে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে পুলিশে সোপর্দ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শারীরিকভাবে অসুস্থ রোজিনাকে এখন রাখা হয়েছে শাহবাগ থানায়। তার বিরুদ্ধে অনুমতি ছাড়া সরকারি নথির ছবি তোলা ও নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে।

রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য আজ সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ভবনে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কিছুই জানাননি।

এদিকে রোজিনা ইসলামের পরিবার রোজিনার দ্রুত চিকিৎসা দেওয়ার দাবি জানান।

রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ সচিবালয় থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়। রোজিনা ইসলামকে দীর্ঘ সময় আটকে রেখে হেনস্তা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব।

পুলিশ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক রোজিনা ইসলামকে থানায় আনা হয়েছে।

এনএনআর/

Exit mobile version