Site icon Jamuna Television

‘ফিলিস্তিনে ইসরায়েলি হামলার দায় এড়াতে পারে না যুক্তরাষ্ট্রও’

ইসরায়েলকে অবিলম্বে বর্বরতা বন্ধের তাগিদ দিয়ে চীন বলেছে, উভয় রাষ্ট্রের সমাধান ছাড়া ফিলিস্তিন সংকটের অবসান হবে না। শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষকেই দ্রুত আলোচনায় বসতে হবে।
চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান আরও বলেন, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর এ ধরনের হামলা দুঃখজনক। অবিলম্বে হামলা বন্ধ করে আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এগিয়ে আসতে হবে।

নেতৃত্বদানকারী দেশগুলোর অগ্রসর হওয়ার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার দায় যুক্তরাষ্ট্রও এড়াতে পারে না।

Exit mobile version