Site icon Jamuna Television

ইসরায়েলি হামলায় চরম মানব বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনে

আট দিন ধরে চলা ইসরায়েলি হামলার কারণে চরম মানব বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনে। জায়নবাদী বর্বরতায় ঘর ছেড়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। এরমধ্যে একেবারেই আশ্রয়হীন প্রায় আড়াই হাজার মানুষ। ঘরবাড়ি হারিয়ে তাদের ঠাই হয়েছে সীমান্তবর্তী বিভিন্ন শরণার্থী ক্যাম্পে।

জাতিসংঘ জানিয়েছে, এসব ক্যাম্পে ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি মানুষ বাস করছেন। এরইমধ্যে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। নেই পানি এবং পয়নিষ্কাশনের ব্যবস্থাও। এসব আশ্রয়কেন্দ্রে ভিড়ের কারণে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস।

এদিকে, ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান হামলায়। গৃহহীন ফিলিস্তিনিরা এসব শিক্ষা প্রতিষ্ঠানেই আশ্রয় নিতেন। তবে এবার তারা ছুটছেন সীমান্তের দিকে।

ইউএইচ/

Exit mobile version