Site icon Jamuna Television

খিলক্ষেতে পুলিশ-ছিনতাইকারী গুলাগুলি, নিহত ২

রাজধানীর খিলক্ষেতে পুলিশ ও ছিনতাইকারী দলের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনায় এনামুল ও রাসেল নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিএনজি অটোরিকশা দিয়ে সশস্ত্র ডাকাতি রোধে ডিএমপির গোয়েন্দা বিভাগ ও খিলক্ষেত থানা পুলিশ সমন্বিত অভিযান চালায়। গোলাগুলি থামার পর স্থানীয়দের সহায়তায় সবুজ রঙের একটি সিএনজিসহ দুই ছিনতাইকারীকে রক্তাক্ত অবস্থায় গ্রেফতার করা হয়। ঢাকা মেডিকেলে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন, কাঠের বাটযুক্ত একটি পুরানো ধারালো ছুরি, ৯টি মোবাইল ফোন, ১৬টি ইয়াবা ট্যাবলেট, একটি লাইটার এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

ইউএইচ/

Exit mobile version