Site icon Jamuna Television

বান্দরবানে আগুনে পুড়ে গেছে ৭০টিরও বেশি বসতঘর

বান্দরবানে আগুনে পুড়ে গেছে ৭০টিরও বেশি বসতঘর

বান্দরবানের রোয়াংছড়ি’র তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে ৭০টিরও বেশি বসতঘর।

সোমবার রাত ১টার দিকে পাড়ার মধ্যভাগে ওয়াংসাউ মারমার ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তেই পাশের বসতঘরগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় ৭০টি বসতঘরসহ ৩টি দোকান।

স্থানীয়রা জানায়, পাড়াটি সাঙ্গু নদীর তীরবর্তী প্রত্যন্ত অঞ্চলে তাই পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। অনেক চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি সেনাবাহিনীসহ স্থানীয়রা।

পরে ভোর ৫টার দিকে স্বাভাবিকভাবেই আগুন নিভে যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাবার ও হেডম্যান আসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। দাবি করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।

Exit mobile version