Site icon Jamuna Television

সাংবাদিক রোজিনাকে হেনস্তার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের নিন্দা

সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের ঘটনায় হেনস্তার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন তীব্র নিন্দা জানিয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা (বিকল্প দায়িত্ব) মো. আজহার হোসেন
আজ মঙ্গলবার (১৮ মে) গণমাধ্যমকে পাঠানো এক বার্তার মাধ্যমে এ কথা জানান।

কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি মনে করেন, দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষে একজন সাংবাদিককে আটক রাখার বিষয়টি নিন্দনীয়।

বার্তায় বলা হয়, রোজিনা অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার কোনো ব্যবস্থা না করে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখা হয় যা অমানবিক বলে কমিশন মনে করে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এর নিকট ব্যাখ্যা চেয়ে পত্র প্রেরণ করা হয়।

উল্লেখ্য, অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগে সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী এ মামলা দায়ের করেন।

Exit mobile version