Site icon Jamuna Television

সাইক্লোন টাউটিতে এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জনের প্রাণহানি

ভারতের গুজরাট রাজ্যে তাণ্ডব চালাচ্ছে দানবীয় সাইক্লোন টাউটি। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৪ জন।

গতকাল মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় ঘণ্টায় ১১৪ কিলোমিটার গতিবেগে মহারাষ্ট্রে আঘাত হানে ঝড়টি। এতে প্রাণ হারায় কমপক্ষে ৬ জন। আহত হয় ৯ মুম্বাইবাসী।

প্রচণ্ড ঝড়বৃষ্টির কারণে বন্ধ রাখা হয় বিমানের ফ্লাইট চলাচল। বান্দ্রা-ওড়লি সমুদ্ররুটের চলাচলও ছিলো বন্ধ। প্রচণ্ড ঝড়ের মধ্যেই ১৪৬ ক্রুসহ একটি জাহাজকে মুম্বাইয়ের গভীর সমুদ্র থেকে উদ্ধার করা হয়।

এরপরই রাত সাড়ে ৮টা নাগাদ বিপুল শক্তি নিয়ে গুজরাটের দিকে ধেয়ে যায় ঝড়টি। এসময় ঘূর্ণনবেগ ছিলো ঘণ্টায় ১৯০ কিলোমিটার; বাতাসের গতিবেগ ছিলো ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার।

এখনো হতাহতের তথ্য না মিললেও বিপুল প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে কর্ণাটকে ঝড়ের তাণ্ডবে মারা যান ৮ জন।

Exit mobile version