Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে রিমোটচালিত তাজা বোমা উদ্ধারের পর বিস্ফোরণ

নারায়ণগঞ্জে রিমোটচালিত তাজা বোমা উদ্ধারের পর বিস্ফোরণ

নারায়ণগঞ্জে রিমোটচালিত একটি তাজা বোমা উদ্ধারের পর বিস্ফোরণ ঘটানো হয়েছে।

পুলিশ জানায় বিকেল ৪ টায় জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে বোমা সদৃশ একটি বাজারের ব্যাগ দেখতে পান। পরে ডিএমপির বোম্ব ডিস্পোজাল টিম এটির বিস্ফোরণ ঘটান।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকি জানান, এটি একটি ইম্প্রোভাইস এক্সক্লুসিভ ডিভাইস- আইইডি জাতীয় বোমা। এটির সফলভাবে নিষ্ক্রিয়করণ সম্পন্ন হওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

Exit mobile version