Site icon Jamuna Television

ভয়ঙ্কর ভুতুড়ে আনুশকার পরী

পরী  নাম হলেও পরীর মতো কোনো নান্দনিক সৌন্দর্য নেই, আছে নারকীয় সব ভয়। গায়ে কাঁটা দিয়ে উঠবে ভয়ে, এমনই ভয়ঙ্কর ভুতুড়ে আনুশকার শর্মার পরী

ভালোবাসা দিবসে পরী’র অফিশিয়াল ট্রেইলারটি প্রকাশ করছেন আনুশকা। ইতিমধ্যে ট্রেইলারটি এক লাখবারেরও বেশি দেখা হয়েছে। প্রায় দেড় হাজারের মতো মন্তব্য করা হয়েছে।

প্রসিত রায়ের পরিচালনায়, এবং আনুশকার ক্লিন স্লেট প্রোডাকশন ও ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্ট-এর যৌথ প্রযোজনায় নির্মিতপরী  হোলি উৎসব উপলক্ষে আগামী ২ মার্চ মুক্তি পাবে।

টিইজার ভয়ের আভাস ট্রেইলারে কয়েক গুণ বেড়ে শীড়দাড়া বেয়ে নেমে আসবে।পরী’’র নাম ভূমিকায় অভিনয়কারী আনুশকার চারপাশে একটি আত্মা ঘোরাফেরা করে-যে ‘শয়তানে পুজা’ করত।

ট্রেইলার মুক্তির পরের দিন বৃহস্পতিবার এ নিয়ে একটি টুইট বার্তা লিখেন। তিনি লিখেন, “এই হোলিতে, খেলায় মাতবে শয়তান।”

এমনকি প্রেমিক থেকে সম্প্রতি স্বামী বনে যাওয়া ভারতীয় ক্রিকেট দলে সুপার স্টার রিবাট কোহলিও পরী’র ট্রেইলার দেখে টুইট করেছেন।

গর্বিত স্বামী টুইট বার্তায় লিখেন, “আর তর সইছে না,……………….; এবং আমি ইতিমধ্যে দেখে (ট্রেইলার) মুগ্ধ।”

আনুশকার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এর আগে এনএইচ১০ ও ফিল্লরি- এ দু’টি সিনেমা মুক্তি পেয়েছিল।

দেখুন পরী সিনেমার ট্রেইলার :

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version