Site icon Jamuna Television

ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ছাদ থেকে পড়ে সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে শহরের পাওয়ারহাউজ রোডে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারসূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান সাইফুল। ছুটি শেষে মঙ্গলবার স্ত্রী হাবিবা আক্তারকে নিয়ে নারায়ণগঞ্জে ফিরে যাওয়ার কথা ছিল তার।

সোমবার রাতে পাওয়ারহাউজ রোডের একটি পাঁচতলা ভবনের ছাদে বসে ইউটিউবে ভিডিও দেখার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান সাইফুল। এ ঘটনায় গুরুতর আহত সাইফুলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Exit mobile version