Site icon Jamuna Television

পদ্মাসেতু দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

পদ্মাসেতু দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

পদ্মাসেতু দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর। সোমবার সন্ধ্যায় নড়াইল-মাওয়া-ঢাকা সড়কের ফরিদপুরের নগরকান্দার পুকুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১৭মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার জানায়, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেলে করে স্বপ্নের পদ্মা সেতু দেখতে যায় ৮ বন্ধু। ফেরার পথে নগরকান্দার পুকুরিয়ায় পৌঁছালে পেছন থেকে একটি অ্যম্বুলেন্স ধাক্কা দেয় তাদের। ঘটনাস্থলে প্রাণ যায় রাউফু ও তূর্যের। গুরুতর আহত খুলনা মেডিকেলে নেয়ার পথে মারা যান আরেক বন্ধু সান। আজ তিন বন্ধুর জানাজায় অংশ নেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। পরে তিন বন্ধুকে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়।

Exit mobile version