Site icon Jamuna Television

অবশেষে মাঠে ফিরলেন সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ (মঙ্গলবার) বিকেল থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বৃষ্টির কারণে খুব বেশি সময় মাঠে থাকা হয়নি খেলোয়াড়দের। আইপিএল থেকে ফিরে ১২ দিনের কোয়ারেন্টাইন শেষে আজ থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলনে প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের সাথে মাঠে দেখা গেছে টাইগার আলরাউন্ডার সাকিব আল হাসানকেও। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুশীলনের অনুমতি পাওয়ায় বন্দী অবস্থা থেকে মুক্তি পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমানও। তিনিও ফুটবল নিয়ে গা গরম করেছে সতীর্থদের সাথে।

তবে সাকিব-মোস্তাফিজের হোটেলে বন্দিদশার সমাপ্তি হয়নি সাকিব মোস্তাফিজের। আজ সন্ধ্যায় আবারও দলের সাথে বায়োবাবল সুরক্ষা বলয়ে টিম হোটেলে চেক ইন করেছেন তারা।

Exit mobile version