Site icon Jamuna Television

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ; ৩৩ বাংলাদেশি জীবিত উদ্ধার

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ‘নৌকাডুবি’তে অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। এদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। নিখোঁজ ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরা সবাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন বলে জানা গেছে। সূত্র: এপি।

আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সকলে বাংলাদেশের নাগরিক। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।  

তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকৃতরা জানিয়েছেন নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।

উল্লেখ্য, অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবছর লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি জমায় হাজারো অভিবাসনপ্রত্যাশী। নৌকাডুবির এমন দুঘর্টনাও তাই এই অঞ্চলে নিয়মিত।

Exit mobile version