Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস

করোনায় আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। সোমবার সবশেষ করোনা টেস্টে তার আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়।

এরআগে, করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আশায় শুক্রবার থেকে আইসোলেশনে ছিলেন এই জার্মান মিডফিল্ডার। যদিও তখন করোনা পরীক্ষার ফল ছিলো নেগটিভ। তবে স্প্যানিশ সরকারের নিয়ম অনুযায়ী আইসোলেশনে থাকতে হয় তাকে।

তাই লা লিগায় আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ মিস করেন ক্রুস। এবার শিরোপা লড়াইয়ের শেষ ম্যাচেও তার সার্ভিস পাবে না রিয়াল মাদ্রিদ। লা লিগায় শিরোপা ধরে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই গ্যালাক্টিকোদের। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট হারানোর দিকে।

Exit mobile version