Site icon Jamuna Television

মেরিন ড্রাইভে দূর্ঘটনায় কাস্টমাস কর্মকর্তার স্ত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি রোডে মাইক্রোবাসের ধাক্কায় জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কমিশনার আহসান কবির সাগরের স্ত্রী শাম্মি খানম তানিয়া নিহত হয়েছেন। শাম্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এঘটনা ঘটে।

শাম্মীর বাড়ি টাঙ্গাইল বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কক্সবাজার থেকে হিমছড়ির দিকে যাওয়া একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ইজিবাইকের যাত্রী রাজস্ব বোর্ডের কর্মকর্তা আহসান কবির ও তার স্ত্রী শাম্মী এবং চালক আহত হন।

তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে শাম্মী মারা যান। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক মাক্রোবাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

Exit mobile version