Site icon Jamuna Television

ভারতে সাইক্লোন টাউটির তাণ্ডবে প্রাণ হারালেন কমপক্ষে ১৭

ভারতে সাইক্লোন টাউটির তাণ্ডবে প্রাণ হারালেন কমপক্ষে ১৭

ভারতে দানবীয় সাইক্লোন- টাউটির তাণ্ডবে প্রাণ হারালেন কমপক্ষে ১৭ জন। এখনো মুম্বাইয়ের সাগরে নিখোঁজ একটি পণ্যবাহী জাহাজ এবং এর ৯৩ নাবিক-ক্রু।

মঙ্গলবার রাতে কেন্দ্রশাসিত অঞ্চল দিও এবং উনা অতিক্রমের সময় দুর্বল হয়ে পড়ে ঝড়টি। এসময় বাতাসের গতিবেগ ছিলো ১৬৫ কিলোমিটার। তবে গুজরাটের ব্যাপক ক্ষয়ক্ষতি করে গেছে ঝড়টি। শুধু ভাবনাগড় জেলাতেই প্রাণ হারিয়েছেন ৫ জন। অন্যান্য জেলার সাথে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

এর আগে মহারাষ্ট্র এবং কর্ণাটকে ৬ জন করে নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। মুম্বাই সাগরে বিপদের মুখে পড়ে তিনটি জ্বালানি ও পণ্যবাহী জাহাজ। যার দুটি থেকে ৬৩৮ জনকে উদ্ধার করে নৌবাহিনী। কিন্তু এখনো নিখোঁজ অপর জাহাজ বার্জ পাপ্পা এবং এর নাবিকরা।

বুধবার হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনএনআর/

Exit mobile version