Site icon Jamuna Television

দেশের দুই প্রধান ফেরি ঘাটে আজও কর্মস্থলে ফেরা মানুষের চাপ

দেশের দুই প্রধান ফেরি ঘাটে আজও কর্মস্থলে ফেরা মানুষের চাপ

কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী মানুষের চাপ দেশের দুই প্রধান ফেরি ঘাটে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজও কর্মস্থলে ফেরা মানুষের চাপ

একইসাথে অনেকেই ছুটি কাটাতে যাচ্ছেন গ্রামে। পদ্মায় যাত্রী ও যানবাহন পারাপারে দুই ঘাটেই সবকটি ফেরি সার্ভিস চালু আছে। বাংলাবাজার থেকে দক্ষিণাঞ্চলের মানুষ শিমুলিয়া ঘাট হয়ে ঢাকায় আসছে।

তবে বাস চলাচল না করায় শিমুলিয়া ঘাটে পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি। গন্তব্যে পৌঁছাতে মোটরসাইকেল, অটোরিক্সা’সহ ছোট যানবাহনই ভরসা। গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটেও কর্মস্থলমুখী মানুষের চাপ অব্যাহত আছে। ঘাটের এই ব্যস্ততায় একেবারেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

Exit mobile version