
ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলায় মারা গেছেন এক সম্ভাবনাময় ফুটবলার মুয়াথ নাবিল আল-জাইন। বোমা বিস্ফোরণে প্রাণ দিতে হয়েছে ২৩ বছর বয়সী এই ফুটবলারকে। নিজেদের অফিশিয়াল টুইটারে শোক প্রকাশ করে বিষয়টি জানায় ফিলিস্তিন ফুটবল।
জানালা দিয়ে তাকালে আকাশের রং কালো, দূরে আগুনের ফুল্কি, হঠাৎ বোমার শব্দে ঘুম ভেঙ্গে যায়, প্রতি নিঃশ্বাসে আতঙ্ক। ফিলিস্তিনের এরকম পরিস্থিতির সাথে বেঁচে থাকা সাধারণ মানুষের প্রতিদিনের বাস্তবতা।
গত ১০ মে থেকে শুরু হওয়া ইসরাইলের আকাশ হামলায় জেরবার গাজার সাধারণ মানুষের জীবনযাপন। ঈদ কেটেছে বোমার শব্দে। ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনে প্রাণ হারিয়েছে ২১২ জন মানুষ, নষ্ট হচ্ছে সম্পদ, ঘর-বাড়ি।
অমানবিকতার নিকৃষ্ট উদাহরণ সৃষ্টিকারী ইসরায়েল এবার প্রাণ নিয়েছে মুয়াথ নাবিল আল-জাইন নামের এক ফুটবলারের। ২৩ বছর বয়সী এই তরুণ ফিলিস্তিনের ঘরোয়া লিগের ফুটবলার। কিন্তু দেশের হয়ে খেলার আগেই জীবন দিতে হল ইসরায়েলি বোমা হামলায়। তার মৃত্যুতে নিজের অফিশিয়াল টুইটার পেইজে শোক প্রকাশ করেছে ফিলিস্তিন ফুটবল। সেই সাথে সমর্থকরাও এমন কম বয়সে সম্ভাবনাময় ফুটবলারকে হারিয়ে টুইট করে শোক প্রকাশ করে।
এনএনআর/



Leave a reply