
বাংলাদেশের অনুসন্ধানী সংবাদকর্মীকে গ্রেফতার ও হয়রানি ইস্যুতে উদ্বেগ প্রকাশ করলো জাতিসংঘ।
মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচকে এ বিষয়ক প্রশ্ন করা হয়। জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি উপস্থাপন করেন রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রসঙ্গ।
এর উত্তরে দুজারিচ জানান, বাংলাদেশে যে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনাটি জাতিসংঘ পর্যবেক্ষণে রেখেছে। এটা স্পষ্টতই উদ্বেগজনক বিষয়।
তিনি আরও বলেন, কোনভাবেই সংবাদকর্মীদের হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা বাংলাদেশ বা পৃথিবীর যেকোন জায়গাই হোক না কেনো।
এনএনআর/
 
				
				
				
 
				
				
			


Leave a reply