Site icon Jamuna Television

তীব্র দাবদাহে পুড়ছে রাশিয়া

তীব্র দাবদাহে পুড়ছে রাশিয়া। মঙ্গলবার দেশটির জরুরি বিভাগ জানায়, গরমের কারণে তুমেন প্রদেশের ৬০ হাজার হেক্টর বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়েছে।

গত সাত বছরের মধ্যে এতো বেশি তাপমাত্রা দেখেনি রাশিয়া। গরমে হাঁসফাঁস করছে লোকালয়। আর অতি তাপমাত্রায় আগুন লেগে গেছে বনাঞ্চলে; ছড়াচ্ছে লোকালয়েও। পুড়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি। আগুন নিয়ন্ত্রণে মাঠে রয়েছে ফায়ার ব্রিগেডের বেশকিছু ইউনিট। একটু স্বস্তির নিশ্বাস ফেলতে সমুদ্রস্নানে ছুটে যাচ্ছেন মানুষ।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে। এমনকি কিছু অঞ্চলের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

ইউএইচ/

Exit mobile version