Site icon Jamuna Television

ইসরায়েলি জনগণের শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে: নেতানিয়াহু

ইসরায়েলি জনগণের শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।

একটি বিমানঘাঁটি পরিদর্শনকালে ইসরায়েলের প্রতি যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারিও দেন।

নেতানিয়াহু বলেন, হামাস ও ইসলামি জিহাদিদের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলবে। যতক্ষণ না এ অঞ্চলে স্থিতিশীলতা ফিরছে। আরেকটি বিষয়, ইসরায়েলের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে এভাবেই তা প্রতিহত করা হবে। আমি নিশ্চিত আমাদের শত্রুপক্ষরা এখান থেকে শিক্ষা নেবে।

ইউএইচ/

Exit mobile version