Site icon Jamuna Television

আমেরিকান অভিনেতা গ্রডিন আর নেই

আমেরিকান অভিনেতা গ্রডিন আর নেই

আমেরিকান অভিনেতা চার্লস গ্রডিন আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার কানেকটিকাটের উইলটনে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

‘মিডনাইট রান’ ও ‘বিথোফেন’ চলচ্চিত্রে হাস্যরসাত্মক ভূমিকায় অভিনয়ে দশক ধরে তিনি হাসি ফুটিয়েছিলেন দর্শকদের মুখে।

গ্রডিন পরিচিত ছিলেন সিনেমায় তার বুদ্ধিদীপ্ত ও হাস্যরসাত্মক অভিনয়ের জন্য। তিনি হলিউডের কমেডি এবং যুক্তরাষ্ট্রের প্রাইম-টাইম টক শো’র পরিচিত মুখ ছিলেন।

গ্রডিনের জন্ম পেনসিলভানিয়ার পিটসবার্গে। ইউনিভার্সিটি অব মিয়ামিতে থাকাকালীন তিনি পড়ালেখা বাদ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। টিভি থেকে তিনি দ্রুত ফিল্মে চলে আসেন। বিখ্যাত ডিরেক্টর রোমান পোলানস্কির ১৯৬৮ সালে লেখা এবং নির্দেশিত সাইকোলোজিক্যাল হরর ‘রোজমেরি বেবি’তে ছোট এক ভূমিকায় অভিনয় করে তিনি ক্যারিয়ার তৈরি করেন।

এনএনআর/

Exit mobile version