Site icon Jamuna Television

ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে

ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে

ভারতে একদিনে আরও ৩ হাজার ৮৮০ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে মহামারিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার।

বুধবার নতুন করে কোভিড পজেটিভ শনাক্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। দেশটিতে এই মুহূর্তে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ৩১ লাখ ৩৫ হাজারের বেশি।

গবেষকরা বলছেন, করোনার চলমান ওয়েভে তরুণদের মৃত্যুহার বাড়ছে। কর্নাটকে গত দুই মাসে মৃতদের ৫৬ শতাংশের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। রাজ্যটির ৩০ শতাংশের মতো আইসিইউ বেডেই আছেন কমবয়সীরা। দেশটিতে ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

এনএনআর/

Exit mobile version