Site icon Jamuna Television

ইসরায়েলি হামলায় ঘরহারা ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি

ইসরায়েলি হামলায় ঘরহারা ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলার জেরে বাস্তুচ্যুত ৫৮ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ তুলে ধরেন এ তথ্য।

জানান, জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে ঠাঁই হয়েছে ৪৭ হাজার মানুষের। বেশ কয়েকটি স্কুলকে পরিণত করা হয়েছে আশ্রয়কেন্দ্রে। মঙ্গলবার জাতিসংঘের ত্রাণবাহী কয়েকটি ট্রাক ওই অঞ্চলে পৌঁছেছে বলে জানান দুজারিচ। এদিন অল্প সময়ের জন্য খুলে দেয়া হয় কেরেম শ্যালম সীমান্ত। এর ফলে মানবিক সহায়তা নিয়ে কয়েকটি ট্রাক গাজায় প্রবেশে সক্ষম হয়। মেডিকেল পণ্যসহ প্রয়োজনীয় সহায়তা নিয়মিত সরবরাহে সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান দুজারিচ।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, প্রতিনিয়ত গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে। তাদের কাছে খাবারসহ জরুরি সহায়তা পৌঁছাতে চেষ্টা করছে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা। কেরেম শ্যালম সীমান্ত কিছুক্ষণের জন্য খোলায় অনেক প্রয়োজনীয় পণ্য পৌঁছানো সম্ভব হয়। মানবিক সহায়তা পৌঁছানোর পথ সবসময় খোলা আর নিরাপদ রাখা উচিত।

এনএনআর/

Exit mobile version