Site icon Jamuna Television

প্রস্তুতি ওয়ানডেতে মুখোমুখি তামিম ও মাহমুদউল্লাহর একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আজ বিকেএসপিতে প্রস্তুতি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে তামিম ও মাহমুদউল্লাহর একাদশ। সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হয়েছে।

বিসিবি লাল দলের বিপক্ষে লড়ছে সবুজ দল। লাল দলের নেতৃত্বে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, আর সবুজ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক-লিটন দু’জনই খেলছেন লাল দলে, যেকারণে সবুজ দলে নেই স্বীকৃত কোনো উইকেটরক্ষক। নাজমুল হোসেন শান্তকে দেখা যাবে সবুজ দলের উইকেট রক্ষক হিসেবে।

বুধবার প্রথমবারের মত নেট অনুশীলন করেছেন আইপিএল ফেরত সাকিব-মোস্তাফিজ। লাল দলের হয়ে মাঠে নামেন মোস্তাফিজ, সাকিব খেলছেন সবুজ দলের হয়ে।

মিরপুরে ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডে, বাকি দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে।

Exit mobile version