বড় ম্যাচের বড় তারকা কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে ফরাসি লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। তারা ফাইনালে ২-০ গোলে হারিয়েছে মোনাকোকে।
প্রথমার্ধে পিএসজি লিড পায় আর্জেন্টাইন মাউরো ইকার্দির গোলে।
মোনাকোর তিন দশকের শিরোপা জেতার অপেক্ষায় পেরেক ঠুকে দেন এমবাপ্পে। নেইমারের অনুজ্জ্বল উপস্থিতির মধ্যে আলো ছড়ান তিনি।
তার গোলেই রেকর্ড ১৪তম লিগ কাপ জেতে পিএসজি।

