Site icon Jamuna Television

ফ্রান্সে সুরক্ষাবাহিনীর নিরাপত্তা জোরদারের দাবিতে পুলিশের বিক্ষোভ

ফ্রান্সে সুরক্ষাবাহিনীর নিরাপত্তা জোরদারের দাবিতে পুলিশের বিক্ষোভ

ফ্রান্সে সুরক্ষাবাহিনীর নিরাপত্তা জোরদারের দাবিতে জাতীয় পরিষদের সামনে বিক্ষোভ করেছে শত শত পুলিশ। বৃহস্পতিবার প্যারিসে এ বিক্ষোভ কর্মসূচীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও নিন্দা জানান তারা।

পুলিশ ইউনিয়ন অভিযোগ করেছে, ইম্যানুয়েল সরকার তাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে। সরকারবিরোধী বিভিন্ন আন্দোলনে প্রায়ই আক্রমণের শিকার হচ্ছে নিরাপত্তাবাহিনী।

গত মাসে পুলিশ স্টেশনের বাইরে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার পর মাসব্যাপী চলছে এ বিক্ষোভ। পুলিশের সমর্থনে বিক্ষোভে যোগ দেয় সাধারণ মানুষও।

যদিও ফ্রান্সের মানবাধিকার সংস্থা ও সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে বলছে, পুলিশের হাতে প্রায়ই বর্বরতার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এ বিক্ষোভ পরবর্তী বছরের নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

এক জরিপে দেখা গেছে, সামনের বছরের নির্বাচনে অর্ধেকের বেশি নিরাপত্তাবাহিনী ভোট দিবে ম্যাক্রনের প্রতিদ্বন্দী লি পেনকে।

এনএনআর/

Exit mobile version