Site icon Jamuna Television

ছেলের সামনে বাবাকে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেফতার

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে শাহিন উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করেছে র‍্যাব ।
র‍্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম আজ বৃহস্পতিবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সাথে হত্যায় অংশ নেয়া সুমন বাহিনীর সুমনসহ সবাইকে গ্রেফতার করেছে পুলিশ।

পল্লবী থানার ওসি জানান, এরা চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। মানুষ খুন ও ডাকাতিসহ বহু মামলার আসামি। এরইমধ্যে মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। নিহত শাহিনের বিরুদ্ধেও মামলা আছে থানায়।

রাজধানীর পল্লবীতে গত রোববার (১৬ মে) খুন হন শাহিন নামে ওই যুবক। তাকে হত্যার সময় মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ মিলেছে। ভয়ঙ্কর সে ফুটেজে দেখা যায়, দুই তরুণ মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ধারালো চাপাতি নিয়ে কোপায় শাহিনকে। ঘটনার সময় তার সাত বছরের ছেলে মাশরাফি তার সাথেই ছিলো।নিহতের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Exit mobile version