Site icon Jamuna Television

‘স্বাধীন সাংবাদিকতা না থাকলে একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাবে দেশ’

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের আশঙ্কা প্রকাশ করে বলেন, স্বাধীন সাংবাদিকতা না থাকলে একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাবে দেশ।

জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে করা মানববন্ধনে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

সাংবাদিক রোজিনার মামলা নিরপেক্ষ কমিটির মাধ্যমে তদন্তের দাবি জানান জিএম কাদের। রোজিনার ওপর হামলাকে স্বাধীন সাংবাদিকতা আর সংবাদমাধ্যমের ওপর হামলা হিসেবে দেখছে জাতীয় পার্টি।

জিএম কাদের বলেন, ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে রোজিনাকে। নিপীড়নমূলক অফিসিয়াল সিক্রেসি আইন বাতিলের দাবি জানান তিনি।

Exit mobile version