Site icon Jamuna Television

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন; কাফনের কাপড় পরে মৌন মিছিল নেত্রকোণায়

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন; কাফনের কাপড় পরে মৌন মিছিল নেত্রকোণায়

ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে কাফনের কাপড় পরে মৌন মিছিল হয়েছে নেত্রকোণায়।

বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে মোক্তারপাড়া মিতালি সংঘের সামনে থেকে যাত্রা শুরু করে পদযাত্রাটি। জেগে উঠি, রুখে দাঁড়াই, ফিলিস্তিনিদের পাশে দাড়াই, আরব শিশুর পাশে দাঁড়াই- এই শ্লোগানে মৌন মিছিলে অংশ নেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, নেত্রকোণা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান ও কার্টুনিষ্ট বিপুল শাহ। কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা যোগ দেন। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মৌন মিছিলটি শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধের আহবান জানান।

এনএনআর/

Exit mobile version