Site icon Jamuna Television

রাজশাহীতে আজ থেকে শুরু হচ্ছে গোপালভোগ আম সংগ্রহ

রাজশাহী প্রতিনিধি:

প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী রাজশাহীতে আজ (২০ মে) গাছ থেকে নামানো হচ্ছে গোপালভোগ আম।

এর আগে গত ১৫ মে থেকে মওসুমের প্রথম সব ধরনের গুটি আম পারছেন চাষিরা। এদিকে দুই জাতের আম নামায় রাজশাহীর আম বাজারগুলোতে চলছে আমের ব্যাপক বেচা-কেনা।

জেলা প্রশাসন জানিয়েছে, অসময়ে আম পাড়া ও কেমিক্যাল ব্যবহার করে আম পাকানো বন্ধে নির্দিষ্ট সময়সীমা মেনে আম পাড়তে হবে কৃষকদের। নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে মৌসুমজুড়েই ভ্রাম্যমাণ আদালত বিষয়টি মনিটরিং করছে।

রাজশাহী কৃষি বিভাগের তথ্যানুযায়ী, জেলায় ১৭ হাজার ৫৭৪ হেক্টর জমিতে চলতি মৌসুমে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৯৩ হাজার ৭৮ টন। কৃষি বিভাগ আশা করছে এবার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

Exit mobile version