Site icon Jamuna Television

করোনাভাইরাস প্রতিরোধে ‘তৃতীয় ডোজ’ টিকা প্রয়োগ করবে যুক্তরাজ্য

করোনাভাইরাস প্রতিরোধে এবার ‘তৃতীয় বা বুস্টার ডোজ’ টিকা প্রয়োগ করবে যুক্তরাজ্য। মূলত এ পর্যন্ত কোভিড নাইনটিনের বিস্তাররোধে সফল এমন সাতটি টিকার সংমিশ্রণ ঘটানো হবে বুস্টার ডোজে।

ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিরা অংশ নিবেন এ পরীক্ষায়। তার জন্য বাছাই করা হয়েছে ২ হাজার ৮৮৬ জন স্বেচ্ছাসেবীকে। শিগগিরই শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল।

গবেষকদের প্রত্যাশা, ডোজটি করোনার যেকোনো ভ্যারিয়েন্ট প্রতিরোধে কার্যকরী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হবে। শরৎকালেই বুস্টার কর্মসূচি শুরুর পরিকল্পনা ব্রিটিশ সরকারের।

এর আগেই, পরীক্ষামূলক ট্রায়ালে দেখে নেয়া হবে পার্শ্ব-প্রতিক্রিয়া ও কার্যক্ষমতার বিষয়গুলো। সেপ্টেম্বর মাসেই জানা যাবে বুস্টার ডোজের সফলতা।

Exit mobile version