Site icon Jamuna Television

সাংবাদিক রোজিনা রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন: রাষ্ট্রপক্ষের আইনজীবী

সাংবাদিক রোজিনা ইসলাম রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন হিরন।

আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুর ২টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ’র ভার্চুয়াল আদালতে শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যখন প্রধানমন্ত্রী করোনা থেকে মুক্তির জন্য কাজ করছেন তখন টিকা সংক্রান্ত গোপন নথি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন সাংবাদিক রোজিনা ইসলাম। বলেন, এ অপরাধ ১৯২৩ সালের সিক্রেসি আইনের জামিন অযোগ্য ধারা। ঘটনার পর রোজিনা ভিডিওতে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, এটা আদালতে দাখিল করা হবে।

তিনি আরও বলেন, সাংবাদিক রোজিনা রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন। সাংবাদিকদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, এটা একজন ব্যক্তির অপরাধ। তিনি জামিন পেলে মামলার আলামতকে প্রভাবিত করবেন, সাক্ষীদের প্রভাবিত করবেন যা দ্বারা ন্যায় বিচার বিঘ্নিত হবে।

ইউএইচ/

Exit mobile version