Site icon Jamuna Television

‘সরকারের নির্দেশে খালেদা জিয়ার রায় সংশোধন করা হচ্ছে’

সরকারের নির্দেশে মনগড়াভাবে খালেদা জিয়ার রায় সংশোধন করা হচ্ছে। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। রিজভী আহমেদ বলেন, সরকারের নির্দেশেই রায়ের সার্টিফায়েড কপি সরবরাহ করা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করলেও, সারাদেশে দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এসময় রিজভী আহমেদ জানান, আগামী ২২ ফেব্রুয়ারি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি।

Exit mobile version