Site icon Jamuna Television

কুড়িগ্রামে খুনের মামলায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সােহেল রানাকে খুনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত আটটার দিকে কচাকাটা ইউনিয়নের ব্যাপারীটারী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ২০১৮ সালে কেদার ইউনিয়নের সাতানা গ্রামে আশরাফ আলী এবং
কচাকাটা ইউনিয়নের ছড়ার গ্রামের বাসিন্দা আব্দুল করিমের বিরােধপূর্ণ এক একর আবাদি জমিতে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় সাতানা গ্রামের আশরাফ আলী গংয়ের মফিজ উদ্দিনের ছেলে সবদার আলী (৪০) এবং মৃত করিম মিয়ার স্ত্রী শাহিদা বেগম(৫৫)নিহত হন। ওই দিন নিহত শাহিদা বেগমের ভাতিজা আশরাফ আলী বাদী হয়ে কচাকাটা থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় ছাত্রলীগ সভাপতি সােহল রানা অন্যতম অভিযুক্ত।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, সােহল রানার বিরুদ্ধে খুনের মামলায় আদালতের গ্রেফতারী পরােয়ানা ছিলাে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যম তাকে কুড়িগ্রামের জেলহাজতে পাঠানো হয়।

Exit mobile version