Site icon Jamuna Television

পিছিয়ে গেলো চীনের ‘লং মার্চ সেভেন ওয়াই থ্রি’ রকেট উৎক্ষেপণ

ছবি: ইন্টারনেট।

অজ্ঞাত কারণে পিছিয়ে দেয়া হলো চীনের ‘লং মার্চ সেভেন ওয়াই থ্রি’ রকেটের উৎক্ষেপণ। নিজস্ব ওয়েবসাইটে বিষয়টি জানায়- দেশটির মহাকাশ গবেষণা সংস্থা।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে পাঠানোর কথা ছিলো রকেটটি। তার আগেই আসে অভিযান পেছানোর ঘোষণা। যান্ত্রিক ত্রুটির আভাস মিলেছে বিবৃতিতে।

কিন্তু, ঠিক কী কারণে শেষমুহুর্তে বাতিল করা হলো অভিযান- তা অস্পষ্ট এখনও। এমনকি কবে নাগাদ রকেটটি উৎক্ষেপণ করা হবে- সেটাও জানানো হয়নি। চীনা মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে ‘তিয়ানঝু-টু কার্গো’ স্পেসক্রাফট নিয়ে যাত্রা করবে রকেটটি।

গত ৯ মে নিয়ন্ত্রণহীনভাবে চীনের একটি নভোযানের ধ্বংসাবশেষ পড়ে পৃথিবীতে। ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু, সেই ব্যর্থতার কারণে বিশেষ সাবধানতা অবলম্বন করছে চীনা মহাকাশ সংস্থা।

Exit mobile version