Site icon Jamuna Television

মালয়েশিয়ায় বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় কড়া বিধিনিষেধের মাঝেও বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮০৬ জন সংক্রমিত হয়েছেন এবং ৫৯ জন মৃত্যুবরণ করেছে।

মহামারি করোনা নিয়ন্ত্রণে কড়াকড়ির পরও নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও কঠোর লকডাউনের কথা ভাবছে সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদে এ নিয়ে প্রস্তাবও আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, পুরো দেশে না হলেও অধিক সংক্রমিত রাজ্যগুলোতে কঠোর লকডাউন দিতে পারে সরকার। সে ধরনের সিদ্ধান্ত হলে কঠোর লকডাউনের আওতায় আসতে পারে বেশ কয়েকটি রাজ্য।

শুক্রবার (২১ মে) প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্টিত হবে। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আইনমন্ত্রী টাকিউদ্দিন হাসান জানিয়েছেন।

কঠোর লকডাউন দিলে দেশটির ব্যবসায়ীদের পাশাপাশি আবারও সংকটে পড়তে পারে বিদেশি শ্রমিকরা। কাজ হারাতে পারে অনেকে।

Exit mobile version