Site icon Jamuna Television

বাংলাদেশ-মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

আজ ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সাথে বৈঠক করবেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ে।

সরকারি সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেনেন্ট জেনারেল খ শোয়ে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ইয়াবার মতো মাদক চোরাচালন বন্ধ ও সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। এর আগে, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আলোচনা করতে মিয়ানমার সফরে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ঢাকায় এসে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি জানান, পর্যায়ক্রমে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার।

Exit mobile version