Site icon Jamuna Television

পাবনার রাধানগরে যুবককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি :

পাবনার রাধানগরের নারায়ণপুর এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি হোসেন (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ছয়টার দিকে রাধানগর ডিগ্রি কলেজ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি পৌর সদরের নারায়নপুর মহল্লার মৃত জালাল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণপুর এলাকার জালাল হোসেনের
ছেলে রনি হোসেন ওরফে ভাইস্তে রনি এবং একই এলাকার রেজাউল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাধানগর ডিগ্রি কলেজ বটতলা মোড়ে একটি দোকানে বসেছিল রনি। এ সময় মিরাজুলের নেতৃত্বে দু’টি মোটরসাইকেলযোগে ৬ জন যুবক এসে রনির উপর হামলা করে। রনিকে এলোপাথাড়ী কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের আটকে অভিযান চলছে।

Exit mobile version