Site icon Jamuna Television

হত্যা করা হয়েছে ম্যারাডোনাকে? ৭ জনের বিরুদ্ধে তদন্ত শুরু

দিয়াগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিলো। এবার ফুটবল ঈশ্বরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তদন্ত শুরু হল ৭ জনের বিরুদ্ধে।

আদালত সূত্রের বরাতে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অভিযুক্তের মধ্যে রয়েছে স্নায়ু শল্যচিকিৎসক লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজসহ মোট ৭ জন। অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে তাদের।

গত বছর ২৫ নভেম্বর মারা গিয়েছিলেন ম্যারাডোনা। জানানো হয়েছিল হৃদরোগে আক্রান্ত হন ম্যারাডোনা। তবে তার মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তেই জানা যায় তার চিকিৎসায় গাফিলতি ছিল।

অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ম্যারাডোনার ২ মেয়ে তার চিকিৎসক লুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ম্যারাডোনার শরীর আরও খারাপ হয়ে যাওয়ার জন্য লুককে দায়ি করে ম্যারাডোনার ২ মেয়ে।

Exit mobile version