Site icon Jamuna Television

ফের কয়েকশ’ তরুণের কাঁটাতার পেরোনোর চেষ্টা! বাধ সাধলো মরক্কো পুলিশ

ফের কয়েকশ’ তরুণের কাঁটাতার পেরোনোর চেষ্টা! বাধ সাজলো মরক্কো পুলিশ

মরক্কো থেকে এখনও শত শত অভিবাসী স্পেনে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত দুই দিনে অভিবাসীদের ঢল নামায় সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে স্পেন।

এরপরও কাঁটাতার পেরোনোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিবাসীরা। কয়েকশ তরুণ ফের সীমান্ত পাড়ি দেয়ার প্রচেষ্টা চালিয়েছেন। তবে সেই প্রচেষ্টায় বাধ সাধে মরক্কো পুলিশ।

গত দুই দিনে প্রায় ৮ হাজার অভিবাসী স্পেনের সিউটা শহরে অনুপ্রবেশ করে। এ নিয়ে স্পেন-মরক্কো সীমান্তে চলছে উত্তেজনা। মরক্কো ইচ্ছাকৃতভাবে অভিবাসীদের ঠেলে দিচ্ছে বলেও দাবি স্পেনের। এখন পর্যন্ত কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠানো হয়েছে মরক্কোয়।

এনএনআর/

Exit mobile version