Site icon Jamuna Television

টানা ১১ দিনের তাণ্ডবের পর যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

টানা ১১ দিনের তাণ্ডবের পর যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

টানা ১১ দিনের তাণ্ডবের পর ইসরায়েলি হামলা বন্ধ হয়েছে অবরুদ্ধ গাজায়। শুক্রবার সকাল থেকে কার্যকর হয় হামাস-ইসরায়েল অস্ত্রবিরতি।

দেড় সপ্তাহের বোমা হামলায় উপত্যকায় প্রাণ গেছে কমপক্ষে ২৩২ জনের। হামাস-ইসরায়েল অস্ত্রবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, এ সিদ্ধান্ত সত্যিকার অর্থেই সংঘাত বন্ধ ও পরিস্থিতি উন্নয়নের সুযোগ তৈরি করবে।

এছাড়া অস্ত্রবিরতির সিদ্ধান্তের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয় শর্তহীন অস্ত্রবিরতি প্রস্তাবে। একদিন আগেই অবশ্য এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অস্ত্রবিরতির ঘোষণায় বৃহস্পতিবার রাতেই উল্লাস করে ফিলিস্তিনিরা।

এনএনআর/

Exit mobile version